প্রতিরক্ষা মন্ত্রণালযে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২২:
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।
অতঃপর সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানের পর গণভবন জামে মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।