পথে পথে ঘুরে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করলো সমাজকর্মী আরেফিন ইভা
প্রেস বিজ্ঞপ্তি :চট্টগ্রাম নগরীর গোলপাহাড়,প্রবর্তক,২নং গেইট জি ই সি সহ বিভিন্ন মোড়ে মোড়ে ইফতারের আগ মূহুর্তে নিজের ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছেন তরুন নারী সমাজকর্মী আরেফিন ইভা।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে তিনি দিনমজুর,রিকসাচালক, অসহায় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
সমাজকর্মী আরেফিন ইভা অনুভূতি ব্যক্ত করে বলেন, এখনো এমন মানুষ আছেন যারা না খেয়ে দিন রাত পার করেন,আমাদের একবার হলে ও তাদের কথা ভেবে পাশে দাড়ানো উচিৎ। আমি আমার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছি।
তিনি আরো বলেন,সমাজের সব বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন তাহলে কোন রোজাদার ইফতারের সময় অভুক্ত থাকবে না।