নেপালের ১৮, ৮০০ ফুট উচু ব্যাডেন পাওয়েল পর্বতের চূড়ায় বাংলাদেশ স্কাউটস,বাংলাদেশী হিসেবেও এই প্রথম চূড়ায় আহরণ করলো কেউ।
আশিক আরেফিন, সিটিজি ট্রিবিউন :
নেপালে অবস্থিত ১৮, ৮০০ ফুট উচু ব্যাডেন পাওয়েল পর্বতের চূড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি ও বাংলাদেশী হিসেবেও কোন পর্বত আরোহী এই প্রথম এ চূড়ায় আহরণ করার অন্যন্য নজীর স্থাপন করেছে।এ বছরের এপ্রিল মাসে বাংলাদেশে স্কাউটিংয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে নেপালে একটি বিশেষ পর্বত আরোহণ অভিযানে নামে বাংলাদেশ স্কাউটসের দুইজন তরুন স্কাউট লিডার মুনীম চৌধুরী এবং আল আমিন।এই অভিযানের অংশ হিসেবে তারা চলতি বছরের ২৬ এপ্রিল ব্যাডেন পাওয়েল স্কাউট পর্বতের চূড়ায় আরোহণ করেন এবং সেখানে বাংলাদেশ ও বাংলাদেশ স্কাউটস এর পতাকা তুলে ধরেন। আর এই অভিযানের মধ্য দিয়ে বাংলাদেশের স্কাউটদের জন্য পর্বতারোহনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়।
পর্বত আহরণকারীদের দুজনের মধ্যে আল আমিন ইসলাম টিকেট টু লাইফ প্রোজেক্টের একটি ইউনিটে স্কাউট লিডার এবং অপরজন মুনীম চৌধুরী আমরা স্কাউট গ্রুপ, ঢাকা এর সহকারি কাব স্কাউট লিডারের দায়িত্ব পালন করছেন।
অংশগ্রহণকারীরা অনুভূতি ব্যক্ত করে জানান,এই অভিযান আরো অনেক স্কাউটদেরকে পর্বত আরোহণ, ক্লাইম্বিং বা অন্যান্য অ্যাডভেঞ্চার কার্যক্রমে অংশগ্রহন করতে উৎসাহিত করবে।
জানা যায়,এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্কাউটরা এই পর্বতের চূড়ায় আরোহণ করেছেন। অত্যান্ত দুর্গম এই পর্বতের চূড়ায় আরোহণ করার কাজটিকে স্কাউটদের জন্য অত্যান্ত গৌরবের ও সম্মানজনক একটি অর্জন হিসেবে বিবেচনা করা হয়।
উল্লেখ্য, নেপালের ব্যাডেন পাওয়েল স্কাউট পর্বতের চূড়ায় আরোহণ করেছেন, এমন বাংলাদেশির মধ্যে তারাই প্রথম আরোহণ করলেন।