নিউইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেল ড.মনিরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সাংবাদিক মোঃ নাসির
সিটিজি ট্রিবিউন হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
নিউইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম সাথে সৌজন্য সাক্ষাত করেছেন এনজেবিডিনিঊজ সম্পাদক ,লেখক ও সাংবাদিক মোঃনাসির ।গত সোমবার ২২ আগষ্ট দুপুর ১টায় নিউইয়র্ক বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে উপস্হিত ছিলেন বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ।খবর বাপসনিউজ।
এসময় কনসাল জেনারেল ড.মনিরুল ইসলামের সাথে সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাংবাদিক মোঃনাসির-এর কিছুক্ষন দূতাবাসের সাবিক বাংলাদেশীদের সেবা নিয়ে কথা হয় । সাক্ষাতকালে মোঃনাসির বলেন,অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দৃষ্টিভঙ্গি বিনিময় হয়
,কর্মক্ষেত্রের অর্জন আসলে নির্ভর করে কথায় ও কাজে মিল থাকার উপর উনার বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ আমাকে মুগ্ধ করেছে। ‘বৃক্ষ তোমার নাম কি-ফলে পরিচয়’।একজন আদর্শ শিক্ষকের মতোই আচরন ও শিষ্টাচারে সমৃদ্ধ কনসাল জেনারেল Behavior ।
অবশ্য তিনি একসময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।। এমনই একজন মানুষ যার মনের ইচ্ছা, শক্তি,সামর্থ্য এবং নিজ দায়বদ্ধতায় থেকেই দেশ ও বাংগালী সমাজের জন্য কাজ করে যাচেছন।
ছবিতে নিউইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম (মাঝেএনজেবিডিনিউজ এডিটর ও লেখক ,সাংবাদিক মোঃ নাসির এবং বাপসনিউজ এডিটর ও সিনিয়র হাকিকুল ইসলাম খোকনকে দেখা যাচ্ছে।