রংপুর,কুড়িগ্রাম জেলার সদর থানাধীন পাঁচগাছি ইউনিয়ন এর,ধরলা নদীর ব্রীজ সংলগ্ন,এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ।র্যাব-১৩,
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন;
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাড়াতে র্যাব-১৩ সর্বদা আন্তরিক। অদ্য ১১ জানুয়ারি ২০২২ তারিখ র্যাব-১৩,রংপুর কর্তৃক কুড়িগ্রাম জেলার সদর থানাধীন পাঁচগাছি ইউনিয়ন এর ‘ধরলা নদীর ব্রীজ সংলগ্ন এলাকায় প্রায় ছয় হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান খান , এমপি , মাননীয় মন্ত্রী , স্বরাষ্ট্র মন্ত্রনালয় ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন , এমপি , মাননীয় প্রতিমন্ত্রী , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রাম -৪ , কুড়িগ্রাম -১ আসনের সংসদ জনাব মোঃ আসলাম হোসেন সওদাগর , এমপি ,
কুড়িগ্রাম -২ আসনের সংসদ জনাব আলহাজ্ব মোঃ পনির আহম্মেদ , এমপি , কুড়িগ্রাম -৩ আসনের সংসদ জনাব এম এ মতিন , এমপি , অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল – মামুন , বিপিএম , পিপিএম , ডিজি ,র্যাব-ফোর্সেস , কর্ণেল কে এম আজাদ , বিপিএম , পিএসসি ,এডিজি ( অপস্ ) ,
র্যাব-ফোর্সেস , রংপুর বিভাগের ও কুড়িগ্রাম জেলার উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং অধিনায়ক ,র্যাব-১৩ , রংপুর ও অন্যান্য অফিসারগন উপস্থিত থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।