তদন্তে বেরিয়ে আসবে সীতাকুণ্ডে আগুনের সত্য তথ্য : নেদারল্যান্ডস
সিটিজিট্রিবিউন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হলে সত্য বেরিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন পলা রুস-শিন্ডেলার।
সোমবার (৬ জুন) বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রত্যাশা ব্যক্ত করেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন।
তিনি জানান, স্থানীয় প্রশাসনের মতো নেদারল্যান্ডস দূতাবাসও ঘটনার দিকে নজর রাখছে। পাশাপাশি শোকাহতের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকার বিদেশি মিশন ও মিশনের দায়িত্বরত হাইকমিশনার-রাষ্ট্রদূতরা। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, ব্রিটিশ হাইকমিশনার বরার্ট চ্যাটার্টন ডিকসন, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডসহ অনেক দূত টুইট করে সমবেদনা জানান। মার্কিন দূতাবাসও এ ঘটনায় সমবেদনা জানায়।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ।প্রতিবেদন:কেইউকে।