তথ্যমন্ত্রীর চাচাতো ভাই আ. লীগ নেতা মোহাম্মদ আলী’র পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম;
রাঙ্গুনিয়ার সিনিয়র আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী তালুকদারের পঞ্চম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের কৃতি সন্তান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি’র চাচাতো ভাই এবং উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাইদ মাহমুদ রনি’র পিতা।
তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার (১৭ জুলাই) দিনব্যাপী খতমে কোরআন, দোয়া মাহফিল ও মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজন ছিল বিভিন্ন সংগঠনের।
দেওয়ান বাজার মৌসুমী মোড়স্থ আলিফ লাম জামে মসজিদে তাঁর মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইদিন চট্টগ্রাম শাহ আমানত মাজারে মিলাদ, দোয়া মাহফিল শেষে অসহায় দরিদ্রদের দুপুরের খাবার খাওয়ানো হয়।
এছাড়া রাঙ্গুনিয়ার পদুয়া সুখবিলাস নিজ গ্রামেও তার রূহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ২০১৭ সালের এই দিনে ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন মোহাম্মদ আলী তালুকদার।