টেকনাফের হ্নীলা এলাকা হতে ৮,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার,র্যাব-১৫,
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম কক্সবাজার;
অদ্য ০৫/০১/২০২২ তারিখ আনুমানিক ০২;০০ ঘটিকায় র্যাব-১৫,এর আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিন হ্নীলা ইউনিয়নস্থ বিএম অটোগ্যাস ফিলিং স্টেশন এর দক্ষিণে আব্দুস সালাম মার্কেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে ।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে বদি আলম ( ৪০ ) কে ধৃত করে । তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৮,০০০ ( আট হাজার ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।