ঝুঁকিপূর্ণ পাহাড় সংরক্ষণে,অবৈধ দখলদারমুক্ত উদ্ধারকৃত পাহাড়ি ভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচি জেলা প্রশাসন চট্টগ্রাম
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর ঝুঁকিপূর্ণ পাহাড় সংরক্ষণে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে অবৈধ দখলদারমুক্ত উদ্ধারকৃত পাহাড়ি ভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।
আজ দুপুর ১২:৪৫ টায় আকবর শাহ থানাধীন কৈবল্যধাম ফিরোজ শাহ হাউজিং সংলগ্ন ১নং ঝিল এলাকায় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ জেলা প্রশাসনের পাহাড় সংরক্ষণ কার্যক্রম অংশ নেন। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
বৃক্ষরোপণ অভিযানে ১নং ঝিল এলাকায় বিগত ১৯ জুন পাহাড়ের উচ্ছেদ অভিযানে উদ্ধারকৃত সরকারি জায়গায় পাহাড়ের পাদদেশে মাটি ধরে রাখতে সক্ষম এরকম ১৭০০ টি গাছের চারা রোপণ করা হয়েছে। ৩৫ টি এনজিও থেকে এ গাছের চারা সরবরাহ করা হয়েছে।
জেলা প্রশাসন চট্টগ্রাম এ কার্যক্রমে এনজিওগুলোকে সম্পৃক্ত করেনঃ
এস ডি আই, সি ডি এফ, শিশু স্বর্গ, ডি এস কে, এস ডি এস, শক্তি ফাউন্ডেশন, মহিলা পরিষদ, উৎস, কারিতাস, স্বপ্নীল, আই ই এফ, ওয়াল্ড ভিশন, সংশপ্তক ,
উপলদ্ধি, পদক্ষেপ,শামসুল হক, সবুজের যাত্রা, এ পি এ বি, পি সি ডি এস, YWCA, ইপসা, অপরাজেয়, স্পিড ব্যাং, সি ডি সি , প্রশিকা, আওয়াজ ফাউন্ডেশন, আই ডি এফ, ঘাসফুল, BCWS, যুগান্তর, এফ পি এ বি।