সিটিজি ট্রিবিউন ডটকম ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির অভিষেক রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী সিটিজিট্রিবিউনের নির্বাহী সম্পাদক আয়াজ আহমেদ সানি’র মায়ের মৃত্যু অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন : সাংবাদিক আয়াজ আহমদ সানি অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করেছে নির্বাচন কমিশন বান্দরবান জার্নালিস্ট এসোসিয়েশনের আত্ন-প্রকাশ আগামীকাল চট্টগ্রাম প্রেসক্লাবে আন্তজার্তিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ স্থাপনের যৌক্তিকতা শীর্ষক সংবাদ সম্মেলন ঢাকার বাড্ডায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক সেলফ বিতরণ মা হওয়ার ইচ্ছা ছিল অঙ্কিতার, ‘বিগ বস’-এ ভিকির সঙ্গে অশান্তির পরে কি ভেস্তে যাবে সব? দূর্গাপূজা উপলক্ষে র‍্যাবের রোবাস্ট পেট্রোলিং ও চেকপোস্ট
রাজনীতির সকল সংবাদ ::

‘জুন আন্টি’কে ফিরিয়ে আনছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার! কী ভাবে?

  • kamal Uddin khokon
  • আপডেট সময় : ১২:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ৫৬২ বার পড়া হয়েছে

‘জুন আন্টি’কে ফিরিয়ে আনছেন

পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার! কী ভাবে?

সিটিজিট্রিবিউন: ছবির ভিতরে ছবি। সেখানেই নাকি ধরা দেবেন ‘জুন আন্টি’! সম্প্রতি এমনই জানিয়েছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। ধারাবাহিক ‘শ্রীময়ী’ শেষ। রোহিত সেন, শ্রীময়ী আর জুন আন্টিকে কিছুতেই ভুলতে পারছেন না দর্শক। সেই ক্ষতে প্রলেপ দিতেই কি এই ব্যবস্থা? ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ বলছে, গল্পে এক প্রস্থ শ্যুট দেখানো হয়েছে। সেখানে ছবির পরিচালক হিসেবে অভিনয় করেছেন ধারাবাহিকের বর্তমান পরিচালক স্বর্ণেন্দু। ‘রিনি’ ওরফে মিশমি দাসকে বলেছেন, ‘‘আমার ছবিতে খলনায়িকা হিসেবে নেব আপনাকে। আপনার চেহারা, আচরণ খলনায়িকার মতোই!’’স্বর্ণেন্দুর এই উপলব্ধি কিন্তু দর্শকেরা বহু আগেই করে ফেলেছেন। তাঁরা ‘রিনি’ ওরফে মিশমিকে দ্বিতীয় ‘জুন আন্টি’র তকমাও দিয়ে ফেলেছেন। জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিকের খলনায়িকা নায়ক-নায়িকা টুকাই আর ঊর্মির মাঝে দাঁড়িয়ে। এক সময়ে সে তার পাড়ার এই দাদার কাছেই পড়ত। এবং চোখে হারাত। ঊর্মি টুকাইদার দখল নিতেই বেজায় কষ্ট তার। সেই যন্ত্রণা থেকে সারাক্ষণ অনিষ্টের চিন্তা। ঊর্মিকে জব্দ করতে পারলেই যেন শান্তি। শ্রীময়ীর বিরুদ্ধে ঠিক যেমন করত জুন। দর্শকদের দাবি, এই চরিত্রে জুনের ছায়া স্পষ্ট। ফলে, রিনিকে পেয়ে তারা বেশ খুশি।

আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল মিশমির সঙ্গে। বাংলা ধারাবাহিকের পাশাপাশি অভিনেত্রী অভিনয় করছেন সুশান্ত দাসের হিন্দি ধারাবাহিক ‘রিস্তো কা মাঞ্ঝা’-তেও। সেখানে তিনি ‘টিনা’। আরও এক দাপুটে খলনায়িকা! দর্শকদের দেওয়া তকমার কথা কি তাঁর কানে গিয়েছে? মিশমির জবাব, ‘‘ঊষসীদির সঙ্গে আমার তুলনা হচ্ছে, শুনেছি। আমি আপ্লুত। অত বড় মাপের অভিনেত্রীর সামান্যতম ছায়াও যদি আমার অভিনয়ে থেকে থাকে আমি ধন্য।’’ তার পরেই রিনির হয়ে সংযোজন, “রিনি জুন আন্টির মতো অত ক্ষতিকারক নয়। আবেগ, অভিমান ওর মধ্যে বেশি। ছোট মেয়ে। কূটবুদ্ধি কম। ফলে, বেশির ভাগ সময়েই বোকামি করে ফেলে। বরং হিন্দি ধারাবাহিকের ‘টিনা’ ভয়ঙ্কর। নিজের ইচ্ছেপূরণ না হলে সে দুনিয়া ওলোট-পালট করে দিতে পারে।”।প্রতিবেদন:কেইউকে।

 

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের সীতাকুন্ড থানার অস্ত্র মামলায় আসামি গ্রেফতার।

‘সিআইডি’ খ্যাত ফ্রেড্‌রিকস হৃদ্‌রোগে আক্রান্ত হননি, আসল খবর জানালেন দয়া

‘জুন আন্টি’কে ফিরিয়ে আনছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার! কী ভাবে?

আপডেট সময় : ১২:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

‘জুন আন্টি’কে ফিরিয়ে আনছেন

পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার! কী ভাবে?

সিটিজিট্রিবিউন: ছবির ভিতরে ছবি। সেখানেই নাকি ধরা দেবেন ‘জুন আন্টি’! সম্প্রতি এমনই জানিয়েছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। ধারাবাহিক ‘শ্রীময়ী’ শেষ। রোহিত সেন, শ্রীময়ী আর জুন আন্টিকে কিছুতেই ভুলতে পারছেন না দর্শক। সেই ক্ষতে প্রলেপ দিতেই কি এই ব্যবস্থা? ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ বলছে, গল্পে এক প্রস্থ শ্যুট দেখানো হয়েছে। সেখানে ছবির পরিচালক হিসেবে অভিনয় করেছেন ধারাবাহিকের বর্তমান পরিচালক স্বর্ণেন্দু। ‘রিনি’ ওরফে মিশমি দাসকে বলেছেন, ‘‘আমার ছবিতে খলনায়িকা হিসেবে নেব আপনাকে। আপনার চেহারা, আচরণ খলনায়িকার মতোই!’’স্বর্ণেন্দুর এই উপলব্ধি কিন্তু দর্শকেরা বহু আগেই করে ফেলেছেন। তাঁরা ‘রিনি’ ওরফে মিশমিকে দ্বিতীয় ‘জুন আন্টি’র তকমাও দিয়ে ফেলেছেন। জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিকের খলনায়িকা নায়ক-নায়িকা টুকাই আর ঊর্মির মাঝে দাঁড়িয়ে। এক সময়ে সে তার পাড়ার এই দাদার কাছেই পড়ত। এবং চোখে হারাত। ঊর্মি টুকাইদার দখল নিতেই বেজায় কষ্ট তার। সেই যন্ত্রণা থেকে সারাক্ষণ অনিষ্টের চিন্তা। ঊর্মিকে জব্দ করতে পারলেই যেন শান্তি। শ্রীময়ীর বিরুদ্ধে ঠিক যেমন করত জুন। দর্শকদের দাবি, এই চরিত্রে জুনের ছায়া স্পষ্ট। ফলে, রিনিকে পেয়ে তারা বেশ খুশি।

আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল মিশমির সঙ্গে। বাংলা ধারাবাহিকের পাশাপাশি অভিনেত্রী অভিনয় করছেন সুশান্ত দাসের হিন্দি ধারাবাহিক ‘রিস্তো কা মাঞ্ঝা’-তেও। সেখানে তিনি ‘টিনা’। আরও এক দাপুটে খলনায়িকা! দর্শকদের দেওয়া তকমার কথা কি তাঁর কানে গিয়েছে? মিশমির জবাব, ‘‘ঊষসীদির সঙ্গে আমার তুলনা হচ্ছে, শুনেছি। আমি আপ্লুত। অত বড় মাপের অভিনেত্রীর সামান্যতম ছায়াও যদি আমার অভিনয়ে থেকে থাকে আমি ধন্য।’’ তার পরেই রিনির হয়ে সংযোজন, “রিনি জুন আন্টির মতো অত ক্ষতিকারক নয়। আবেগ, অভিমান ওর মধ্যে বেশি। ছোট মেয়ে। কূটবুদ্ধি কম। ফলে, বেশির ভাগ সময়েই বোকামি করে ফেলে। বরং হিন্দি ধারাবাহিকের ‘টিনা’ ভয়ঙ্কর। নিজের ইচ্ছেপূরণ না হলে সে দুনিয়া ওলোট-পালট করে দিতে পারে।”।প্রতিবেদন:কেইউকে।