জলঢাকায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আবেদ আলী স্টাফ সিটিজিট্রিবিউনঃ
নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী বারোঘড়ি পাড়া যুব সংঘ একাদশ এর আয়োজনে ডে নকআউট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ড বারোঘড়ি পাড়ায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ীদলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্টের প্রধান অতিথি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ বিশেষ কারণে উপস্থিত হতে না তার পক্ষে প্রতিনিধিত্ব করে বিজয়ীদের হাতে ২৪ ইঞ্চি কালার এলিডি টিভি পুরস্কার তুলে দেন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক।
স্থানীয় সমাজসেবক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন শিক্ষক সংঘের সভাপতি অনিল কুমার রায়, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সনাতন সম্প্রীতি সংঘের সভাপতি রঞ্জিত কুমার রায় ও সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায় প্রমুখ।
ফাইনাল খেলায় কালীগঞ্জ একাদশকে ৭১ উইকেটে হারিয়ে বিজয়ী হন জলঢাকা ক্রিকেটার্স দল।