চট্টগ্রামে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছে সবুজ আন্দোলন
সিটিজিট্রিবিউনঃ
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে। নূরুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওমর ফারুক’র সভাপতিত্বে
চট্টগ্রাম বাইজিদ নূরুল উলূম মাদ্রাসার
উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিও গবেষক ও সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম চৌধুরী,পরিবেশবীদ এডভোকেট নঈম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জজকোর্ট আইনজীবী এডভোকেট মোরশেদ আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে চট্টগ্রাম জেলার পরিবেশ ছিল বসবাসের উপযোগী। বর্তমান সময়ে নির্বিচারে বৃক্ষ কর্তন করা হয়েছে। দখলদারিত্বের ফলে নদীগুলো বিলীন হওয়ার পথে। খালেদর চিহ্ন তো নেই। আমরা কিছুদিন ধরে সবুজ আন্দোলনের উদ্যোগে চট্টগ্রাম পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতায় কাজ করছি। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
নূরুল উলূম মাদ্রাসার সহ সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন, সবুজ আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার সদস্য
হাফেজ মেজবাহ, সদস্য হাফেজ শওকত হোসাইন রিদয়,
হাফেজ এরফান উদ্দিন আরমান, আবদুল কাদের, মাওলানা শহিদুল্লাহ, মুহাম্মাদ আলমগীর, রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সীতাকুণ্ড থানা
শাখার যুগ্ম আহবায়ক আনোয়ার হোসাইন সুমন ।