চকবাজার থানা কর্তৃক বাদশা মিয়া রোডে অবৈধ পশুর হাট উচ্ছেদ
সিটিজি ট্রিবিউন তানভীর আহমেদ চট্টগ্রাম
চকবাজার থানার আওতাধীন বাদশা মিয়া রোডে অবস্থিত ওয়ার সিমেট্রি সংলগ্ন খালি জায়গায় অবৈধভাবে স্থাপন করা কোরবানি পশুর হাট উচ্ছেদ করেছে চকবাজার থানা পুলিশ ।
চকবাজার থানা সূত্রে জানা গেছে , বাদশা মিয়া রোডে অবস্থিত ওয়ার সিমেট্রি সংলগ্ন খালি জায়গায় একদল ব্যক্তি অননুমোদিত ও অবৈধভাবে কোরবানি পশুরহাট স্থাপন করে জনসাধারণের চলাচল সহ আবাসিক এলাকার পরিবেশের বিঘ্ন সৃষ্টি করছে । খবর পেয়ে চকবাজার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস জাহানের নির্দেশে এস আই মাহবুব ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে স্থাপিত উক্ত পশুরহাট উচ্ছেদ করেন ।
এ ব্যাপারে জানতে চাইলে চকবাজার থানার অফিসার্স ইনচার্জ ফেরদৌস জাহান বলেন , ” চট্টগ্রাম মেট্রোপটেম পুলিশের আওতাধীন এলাকায় সিটি কর্পোরেশনের অনুমোদিত ৮ টি স্থান ব্যতীত অন্য যে কোন জায়গায় কোরবানি পশুরহাট স্থাপন সম্পূর্ণ অবৈধ ।
এতদসত্ত্বেও গতকাল রাতে একদল ব্যক্তি সম্পূর্ণ অনুমোদনহীন ও অবৈধ ভাবে বাদশা মিয়া রোডে অবস্থিত ওয়ার সিমেট্রি সংলগ্ন খালি জায়গায় পশুরহাট স্থাপন করে জনসাধারণের চলাচল বিঘ্নসহ আবাসিক এলাকার পরিবেশ নষ্ট করছে খবর পেয়ে আমি এসআই মাহবুবের নেতৃত্বে ফোর্স পাঠিয়ে তা উচ্ছেদ করি । এ ধরনের অবৈধ পশুর হাটের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ” ।
উল্লেখ্য, সিএমপির আওতাধীন চট্টগ্রামে পশুরহাট স্থাপনের অনুমোদিত ৮ টি বাজারগুলো হলো , কর্ণফুলী পশু বাজার, বিবিরহাট পশু বাজার, সাগরিকা পশুর বাজার, পোস্তার পাড় ছাগল বাজার, সল্ট গোলা রেল ক্রসিং সংলগ্ন বাজার, পতেঙ্গার বাটারফ্লাই পার্কের দক্ষিণ পাশের পশু বাজার, কর্ণফুলী থানার অন্তর্গত ফকিন্নিরহাট পশু বাজার, মইজ্জারটেক পশু বাজার ও তৎসংলগ্ন সিডিএ আবাসিক মাঠ, কলেজ বাজার গরুর বাজার, ফাজিল খারহাট গরুবাজার এবং ইপিজেড থানার অন্তর্গত খেজুরতলা বেরিবাধ সংলগ্ন পশু বাজার । এতদসত্ত্বেও কিছু ব্যক্তি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবৈধভাবে পশুর হাট স্থাপন করে আসছে , এইসব অবৈধ পশুর হাটের বিরুদ্ধে সিএমপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ।
চকবাজার থানা কর্তৃক অবৈধ পশুর হাট উচ্ছেদ সিএমপির জিরো টলারেন্স নীতির সঠিক ও কার্যকর প্রয়োগ বলে মনে করছেন চট্টগ্রামবাসী ।