সিটিজি ট্রিবিউন ডটকম ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়ের মাসে নোয়াখালীতে “সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক সেলফ বিতরণ চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির অভিষেক রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী সিটিজিট্রিবিউনের নির্বাহী সম্পাদক আয়াজ আহমেদ সানি’র মায়ের মৃত্যু অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন : সাংবাদিক আয়াজ আহমদ সানি অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করেছে নির্বাচন কমিশন বান্দরবান জার্নালিস্ট এসোসিয়েশনের আত্ন-প্রকাশ আগামীকাল চট্টগ্রাম প্রেসক্লাবে আন্তজার্তিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ স্থাপনের যৌক্তিকতা শীর্ষক সংবাদ সম্মেলন ঢাকার বাড্ডায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক সেলফ বিতরণ মা হওয়ার ইচ্ছা ছিল অঙ্কিতার, ‘বিগ বস’-এ ভিকির সঙ্গে অশান্তির পরে কি ভেস্তে যাবে সব?
রাজনীতির সকল সংবাদ ::
১৪ ও ১৬ ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করল বিএনপি মানবাধিকার দিবসকে ঘিরে কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করছে দলটি, বিএনপি: পরিবহন ও সেতুমন্ত্রী তারেক রহমান আমাকে বলেছিলেন— ভালো না লাগলে চলে যান: ব্যারিস্টার শাহজাহান ওমর বেইমান-দালাল’ স্লোগানের মুখে আদালত ছাড়লেন শাহজাহান ওমর জামিন পাননি বিএনপির আমীর খসরু-স্বপন-প্রিন্স রাজনীতি জাতীয় সংসদ নির্বাচন সরকারের আশ্বাসেই নির্বাচনে এসেছি: জাপা মহাসচিব ৭ ও ৮ ডিসেম্বর অবরোধ এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা খালেদা জিয়াসহ ১০ আসামির অভিযোগ গঠন শুনানি ২৪ মার্চ জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের কাউকে দল থেকে বহিষ্কার করা হবে না: ওবায়দুল কাদের

কালুরঘাট সেতু সংস্কারে বুয়েট-রেলওয়ে সমঝোতা দীর্ঘদিনের জটিলতার অবসান

  • kamal Uddin khokon
  • আপডেট সময় : ০৮:০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • ৫২৩ বার পড়া হয়েছে

কালুরঘাট সেতু সংস্কারে বুয়েটরেলওয়ে সমঝোতা দীর্ঘদিনের জটিলতার অবসান

:কামাল উদ্দিন খোকন:

চ্টগ্রাম ব্যরো:দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ শেষ হলে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পুরোনো কালুরঘাট সেতু। ৯১ বছরের জরাজীর্ণ সেতু সংস্কার করে ট্রেনের গতি বৃদ্ধি করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগিতা নিচ্ছে রেলওয়ে।

 

এজন্য বুয়েট সমীক্ষা ফি হিসেবে প্রথমে ১২ কোটি ৬৫ লাখ টাকা দর দিলেও বেশ কয়েক দফা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর ৮ কোটি টাকায় রাজি হয়েছে।

গত বছরের ৯ অক্টোবর কালুরঘাট সেতু পরিদর্শন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পর্যবেক্ষক দলের প্রধান এ এফ এম সাইফুল আমিন, অধ্যাপক খান মাহমুদ আমানত ও আবদুল জব্বার খান। তাঁরা সেতু পরিদর্শন করে রেলওয়ের কাছে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদন পাওয়ার পর সেতুর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বুয়েটের কাছ থেকে কারিগরি সহায়তা নিচ্ছে রেলওয়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া জানান, পুরনো কালুরঘাট সেতু সংস্কারের জন্য বুয়েটের সাথে সমঝোতা হয়েছে। আগামী সপ্তাহে চুক্তি হবে। বুয়েট প্রতিনিধিদের ফিল্ড ভিজিটের পর সমীক্ষার কাজ শুরু হবে।

রেলওয়ের প্রকৌশলীরা জানান, বর্তমানে কালুরঘাট সেতুর ওপর দিয়ে চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে ১০ টন ভারী ট্রেনের ইঞ্জিন চলাচল করে। এ সময় গতি থাকে সর্বোচ্চ ১০ কিলোমিটার। কিন্তু কক্সবাজারগামী ট্রেনের ইঞ্জিনের ওজন হবে ১২ থেকে ১৫ টন। ট্রেনের গতি সর্বোচ্চ ৮০ থেকে ১০০ কিলোমিটার। কালুরঘাট সেতুর জরাজীর্ণ অবস্থার কারণে এই গতিতে ট্রেন চালানো সম্ভব হবে না। ৪০-৫০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর পরিকল্পনা আছে। তাই বুয়েটের পরামর্শক দলের পরামর্শ নেওয়া হচ্ছে। তাদের পরামর্শ অনুযায়ী সেতু সংস্কার করা হবে।

কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল ও সড়ক সেতুর জন্য ২০১৮ সালে প্রণয়নকৃত নকশায় নদী থেকে সেতুর উচ্চতা ধরা হয় ৭ দশমিক ৬ মিটার। প্রস্তাবিত এই প্রকল্পে ব্যয় ধরা হয় ১ হাজার ১৫১ কোটি ৮৮ লাখ টাকা। এই উচ্চতায় সেতু করার ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আপত্তি জানিয়ে ১২ দশমিক ২ মিটার উঁচুতে সেতু নির্মাণের অনুরোধ জানায়। বর্তমানে এই উচ্চতার ওপর ভিত্তি করে সেতুর নকশা প্রণয়নের কাজ চলছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের সীতাকুন্ড থানার অস্ত্র মামলায় আসামি গ্রেফতার।

বিজয়ের মাসে নোয়াখালীতে “সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক সেলফ বিতরণ

কালুরঘাট সেতু সংস্কারে বুয়েট-রেলওয়ে সমঝোতা দীর্ঘদিনের জটিলতার অবসান

আপডেট সময় : ০৮:০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২

কালুরঘাট সেতু সংস্কারে বুয়েটরেলওয়ে সমঝোতা দীর্ঘদিনের জটিলতার অবসান

:কামাল উদ্দিন খোকন:

চ্টগ্রাম ব্যরো:দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ শেষ হলে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পুরোনো কালুরঘাট সেতু। ৯১ বছরের জরাজীর্ণ সেতু সংস্কার করে ট্রেনের গতি বৃদ্ধি করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগিতা নিচ্ছে রেলওয়ে।

 

এজন্য বুয়েট সমীক্ষা ফি হিসেবে প্রথমে ১২ কোটি ৬৫ লাখ টাকা দর দিলেও বেশ কয়েক দফা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর ৮ কোটি টাকায় রাজি হয়েছে।

গত বছরের ৯ অক্টোবর কালুরঘাট সেতু পরিদর্শন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পর্যবেক্ষক দলের প্রধান এ এফ এম সাইফুল আমিন, অধ্যাপক খান মাহমুদ আমানত ও আবদুল জব্বার খান। তাঁরা সেতু পরিদর্শন করে রেলওয়ের কাছে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদন পাওয়ার পর সেতুর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বুয়েটের কাছ থেকে কারিগরি সহায়তা নিচ্ছে রেলওয়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া জানান, পুরনো কালুরঘাট সেতু সংস্কারের জন্য বুয়েটের সাথে সমঝোতা হয়েছে। আগামী সপ্তাহে চুক্তি হবে। বুয়েট প্রতিনিধিদের ফিল্ড ভিজিটের পর সমীক্ষার কাজ শুরু হবে।

রেলওয়ের প্রকৌশলীরা জানান, বর্তমানে কালুরঘাট সেতুর ওপর দিয়ে চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে ১০ টন ভারী ট্রেনের ইঞ্জিন চলাচল করে। এ সময় গতি থাকে সর্বোচ্চ ১০ কিলোমিটার। কিন্তু কক্সবাজারগামী ট্রেনের ইঞ্জিনের ওজন হবে ১২ থেকে ১৫ টন। ট্রেনের গতি সর্বোচ্চ ৮০ থেকে ১০০ কিলোমিটার। কালুরঘাট সেতুর জরাজীর্ণ অবস্থার কারণে এই গতিতে ট্রেন চালানো সম্ভব হবে না। ৪০-৫০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর পরিকল্পনা আছে। তাই বুয়েটের পরামর্শক দলের পরামর্শ নেওয়া হচ্ছে। তাদের পরামর্শ অনুযায়ী সেতু সংস্কার করা হবে।

কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল ও সড়ক সেতুর জন্য ২০১৮ সালে প্রণয়নকৃত নকশায় নদী থেকে সেতুর উচ্চতা ধরা হয় ৭ দশমিক ৬ মিটার। প্রস্তাবিত এই প্রকল্পে ব্যয় ধরা হয় ১ হাজার ১৫১ কোটি ৮৮ লাখ টাকা। এই উচ্চতায় সেতু করার ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আপত্তি জানিয়ে ১২ দশমিক ২ মিটার উঁচুতে সেতু নির্মাণের অনুরোধ জানায়। বর্তমানে এই উচ্চতার ওপর ভিত্তি করে সেতুর নকশা প্রণয়নের কাজ চলছে।