কক্সবাজারের লিংকরোড হতে ৫,৬০০ পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার,র্যাব-১৫
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম কক্সবাজার
অদ্য ০৯/০১/২০২২ তারিখ আনুমানিক ০৭;৩০ ঘটিকায় র্যাব-১৫,এর আভিযানিক দল নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী হতে লিংক রোডগামী পাঁকা রাস্তার উত্তর পার্শ্বে হাজী আশরাফ আলী এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে জাহেদ হোসেন ( ২৪ ) ( রোহিঙ্গা ) , কে ধৃত করে ।
উক্ত সময়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ৫,৬০০ ( পাঁচ হাজার ছয়শত ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।স্থানীয়ভাবে জানা যায় যে,সে দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ।
বর্ণিত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একখানা অভিযোগসহ কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে ।