ওমিক্রন চীনকে নাস্তা নাবুদ করে ফেলবে: দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানী
সিটিজিট্রিবিউন: সুপার ট্রান্সমিসিবেল মিউট্যান্ট ভ্যারিয়েন্টের বিরুদ্ধে চীনের ‘জিরো কোভিড’ নীতি কাজ করবে না। ওমিক্রন নিয়ে বিশ্বকে এমন তথ্য জানিয়েছে দক্ষিণ আফ্রিকার এক বিজ্ঞানী।
দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের (সিইআরআই) প্রধান তুলিও ডে ওলিভেরিয়া জানান, দেশটির জিয়ানে চীনের সর্বশেষ বিধিনিষেধ কাজ করবে না।
এক টুইট বার্তায় ওলিভেরিয়া বলেন, ওমিক্রন এবং জিরো কোভিড নীতিতে চীনের বিশাল সমস্যা হবে। প্রশমন কৌশলের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে চীনের সংযুক্ত হওয়া হতে পারে। একটি বেশি সংক্রমণযোগ্য ধরনের কারণে চীন তাদের সরকারি স্বাস্থ্য কর্মকর্তা, জনগণ এবং বিদেশিদের শাস্তি দেওয়া উচিত না।
চীনের জিয়ান অঞ্চলে নতুন করে করোনায় ৫২ জন রোগী শনাক্ত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ জিয়ানের প্রায় এক কোটি ৩০ লাখ লোককে লকডাউনের আওতায় এনেছে।
সোমবার চীনের স্বাস্থ্য কমিশন জানায়, রবিবার নতুন করে ১৬২ জন করোনায় শনাক্ত হয়েছে। এদের মধ্যে শানজিতে ১৫২জন, গুয়াংজিতে সাত জন এবং ঝেজিয়াং এবং গুয়াংডংয়ে একজন করে আক্রান্ত হয়েছে। !প্রতিবেদন:কেইউকে।#
#