এসএসসিতে বান্দরবানে পাশের হার ৯০.৮৮%,শীর্ষে ক্যান্ট: পাবলিক স্কুল!
সিটিজি ট্রিবিউন বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ আজিজ উল্লাহ।
এবারের এসএসসি পরীক্ষায় বান্দরবানে গড় পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ।শীর্ষে রয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সারা দেশে একযোগে স্বস্ব বোর্ড হতে এই ফলাফল ঘোষনা করা হয়।
চট্রগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বান্দরবান জেলায় ৪২ টি প্রতিষ্ঠান থেকে ৪৯৭০ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪৫১৫ জন পরীক্ষার্থী।
জেলায় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪৩ জন,পাস করেছে ১৪০ জন। এবারে “এ+” পেয়েছে ৬৬ জন এবং “এ” গ্রেড পেয়েছে ৪৫ জন,অকৃতকার্য ৩ জন,এতে পাশের হার ৯৭.৯০%। এতে প্রতিষ্ঠানটি ফলাফলে জেলার সর্ব শীর্ষে রয়েছে।
আজ সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। এর পরপরই এসএসসির ফল প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য ,গত ১৪ নভেম্বর সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। এবার সারাদেশে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। মোট পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।