একাধিক হত্যা মামলার আসামী ও দুর্ধর্ষ ডাকাত রিপন এ্যালকো রিপন র্যাব-৬,গ্রেফতার।
সিটিজি ট্রিবিউন
র্যাব-৬,, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কেএমপি, খুলনার দৌলতপুর থানা এবং যশোর জেলার অভয়নগর থানার একাধিক হত্যা ও ডাকাতি মামলার দুর্ধর্ষ পলাতক আসামী রিপন এ্যালকো রিপন দীর্ঘদিন যাবত এলাকার বাহিরে আত্মগোপনে রয়েছে।
উক্ত দুর্ধর্ষ ডাকাত রিপন এ্যালকো রিপন’কে গ্রেফতারে র্যাব-৬, খুলনার (ষ্পেশাল কোম্পানি) একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
০৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখ র্যাব-৬, খুলনার (ষ্পেশাল কোম্পানি) একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, একাধিক হত্যা ও ডাকাতি মামলার দুর্ধর্ষ পলাতক আসামী রিপন এ্যালকো রিপন ঢাকার পান্থপথ এলাকায়আত্মগোপনে রয়েছে।
এরুপ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি রাত আনুমানিক ০০.৪৫ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একাধিক হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামী (ক) রিপন এ্যালকো রিপন(৪১) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত দুর্ধর্ষ ডাকাত রিপন এ্যালকো রিপন’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ২০১৬ সালে কেএমপি, খুলনার দৌলতপুর থানা এলাকার আধিপত্য’কে কেন্দ্র করে ইকবাল হোসেন নামক এক ব্যক্তিকে বুকে গুলি করে হত্যা করে।এছাড়া খুলনার অনুপ দাশকে হত্যা কান্ড সংঘটিত করলে তার নামে দৌলতপুর থানায় দুইটি হত্যা মামলা রুজু হয়।
তার পর থেকেই সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকে। এছাড়া গত ০৬ নভেম্বর ২০২১ তারিখ সিআইপি শেখ ফারুক হোসেন এর বাসায় দুর্ধর্ষ ডাকাতির সাথে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া য়ায়।
র্যাব-৬,, খুলনা কর্তৃক তদন্ত করতঃ গ্রেফতারকৃত দুর্ধর্ষ ডাকাত রিপনএ্যালকো রিপন এর নামে নিম্নবর্ণিত হত্যা ও ডাকাতির মামলা পাওয়া যায়ঃ
১)কেএমপি, খুলনার দৌলতপুর থানার মামলা তারিখ ০৫/০৬/২০১৭(হত্যা মামলা)
২) কেএমপি, খুলনার দৌলতপুর থানার মামলা তারিখ ২১/১১/২০১৭ (হত্যা মামলা)
৩)কেএমপি, খুলনার দৌলতপুর থানার মামলা তারিখ ০৬/১১/২০২১ (ডাকাতি মামলা)
৪) যশোর জেলার অভয়নগর থানার মামলা (হত্যার চেষ্টা)
৫)যশোর জেলার অভয়নগর থানার মামলা। (হত্যার চেষ্টা)
গ্রেফতারকৃত আসামী রিপন এ্যালকো রিপন এর বিরুদ্ধে উপরোক্ত মামলাসমূহের গ্রেফতারী পরোয়ানা স্ব স্ব থানায় মুলতবী আছে।
গ্রেফতারকৃত আসামীকে কেএমপি, খুলনার দৌলতপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।