রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর দক্ষিণ ইমামের ডেইল অস্থায় চেকপোষ্ট থেকে ইয়াবা পাঁচারকারীর ০৩ সদস্যসহ ২৭,০০০ পিস বার্মিজ ইয়াবা আটক
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম
অত্র ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৫৮০৩ লেঃ কর্নেল ইব্রাহীম ফারুক, বিজিবিএম, এএসসি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, টেকনাফ থেকে ঢাকা কাওরান বাজারগামী একটি মিনি ট্রাক যোগে প্রচুর পরিমান ইয়াবা পাচার হবে। উক্ত তথ্যের উপর ভিত্তি করে অধিনায়ক অদ্য ২৯ ডিসেম্বর ২০২১ তারিখ আনুমানিক ১৫৪০ ঘটিকায় দক্ষিণ ইমামের ডেইল অস্থায়ী চেকপোষ্টে গমন করতঃ চেকপোষ্টের তল্লাশী কার্যক্রম জোরদার করেন। পরবর্তীতে আনুমানিক ১৬০০ ট্রাকটি চেকপোষ্টে আসলে তল্লাশীর জন্য থামানো হয়।
অধিনায়কের উপস্থিতে ট্রাকটি পুঙ্খানুপুঙ্খরুপে তল্লাশী করা হলে বরফ দেওয়া মাছের প্যাকেটর মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় *৮১,০০,০০০/- টাকা মূল্যের ১৪ প্যাকেটে ২৭,০০০ পিস বার্মিজ ইয়াবা* এবং ১৫,০০,০০০/- টাকা মূল্যের ০১টি মিনি ট্রাক উদ্ধার করা হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার *মূল্য- ৯৬,০০,০০০/-(ছিয়ানব্বই লক্ষ) টাকা, ধৃত আসামী ০৩ জন।
উল্লেখ্য, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মিনি ট্রাকসহ নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।