ইউক্রেন সংকট বাড়াবে না রাশিয়া, আশ্বাস দিয়েছেন
পুতিন: ম্যাঁক্রো
সিটিজিট্রিবিউন : ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বে চরম উত্তেজনা বিরাজ করছে। সঙ্কট প্রশমনে মধ্যস্ততার চেষ্টা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। সফর করে বেড়াচ্ছেন রাশিয়া-ইউক্রেনসহ ইউরোপের বিভিন্ন দেশে। তিনি বলেন, ইউক্রেনের কাছে আপাতত নতুন কোনো সামরিক কর্মকাণ্ড শুরু না করার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (৭ ফেব্রুয়ারি) মস্কো সফর করেছেন। এরপর মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন তিনি। সেখানে তিনি পুতিনের দেওয়া আশ্বাসের বিষয়টি তুলে ধরেন ফরাসি প্রেসিডেন্ট।
ম্যাঁক্রোর এমন মন্তব্যের পর রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন পাল্টা এক বিবৃতিতে জানায়, সংকট এড়াতে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে কোনো চুক্তি করেননি রুশ প্রেসিডেন্ট। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে, বর্তমান পরিস্থিতিতে মস্কো ও প্যারিস কোনও চুক্তিতে পৌঁছতে পারে না।
মঙ্গলবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ম্যাঁক্রো জানান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে ৫ ঘণ্টা বৈঠক করেছেন তিনি। এসময় পুতিন তাকে আশ্বাস দিয়েছেন যে, ইউক্রেন সংকট বাড়াবে না রাশিয়া। আমি বিশ্বাস করি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে পুতিন আরও জানিয়েছেন, বেলারুশে রুশ সেনাদের কোনো স্থায়ী সামরিক ঘাঁটি হবে না। ম্যাঁক্রো আরও জানান, আমাদের নির্বোধ হলে হবে না। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, আমার মতে এই সংকট কয়েক ঘণ্টার আলোচনায় সমাধান করা সসম্ভব নয়।
এদিকে, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে হওয়া বৈঠককে ফলদায়ক আখ্যা দিয়ে ভলোদিমির জেলেনস্কি জানান, ইউরোপসহ ইউক্রেনের ওপর হুমকি ও চ্যালেঞ্জ নিয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আমার মত একই রকম।
ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া এমন অভিযোগ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এর জবাবে ইউরোপে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই সিধান্তের নিন্দা জানিয়েছে রাশিয়া।
মস্কো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিধান্ত ধ্বংসাত্মক পদক্ষেপ। এতে উত্তেজনা আরও বাড়িয়েছে ও এটি রাজনৈতিক সমাধানের সুযোগ কমিয়েছে।।প্রতিবেদন:কেইউকে। ’