আলীকদম সেনা জোনের নবাগত জোন কমন্ডার কে ফুল দিয়ে বরণ করে নিলেন আলীকদম মৈএী উচ্চ বিদ্যালয় পরিবার
সিটিজি ট্রিবিউন এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ। আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
আলীকদম সেনা জোনের মাননীয় জোন কমন্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান পিএসসি স্যারের সাথে সাক্ষাৎ করেন আলীকদম মৈএী উচ্চ বিদ্যালয় পরিবার। বিদায়ী জোন কমন্ডার ছিলেন লেঃ কর্ণেল মনজুরুল হাসান পিবিজিএম পিএসসি।
বর্তমান মৈএী উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করবেন মাননীয় নবাগত জোন কমন্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান পিএসসি।
আলীকদম মৈএী উচ্চ বিদ্যালয় বান্দরবান জেলার বেসরকারি প্রতিষ্ঠান সমূহের মধ্যে অন্যতম। ২০০৮ইং সালে তৎকালীন জোন কমন্ডার লেঃ কর্ণেল আবুল কালাম আজাদ স্যারের অক্লান্ত পরিশ্রম এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রবীণ সাংবাদিকদের মেধা ও শ্রমের বিনিময়ে প্রতিষ্ঠিত হই। হাঁটি হাঁটি পা পা করে আজ বিদ্যালয়টি আলীকদম উপজেলার বেসরকারি প্রতিষ্ঠান গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে।
বর্তমান মৈএী উচ্চ বিদ্যালয়টি জেএসসি পর্যন্ত অনুমোদন পেয়েছে এবং মাধ্যমিক পর্যায়ে পাঠদান অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। সাম্প্রতিক উক্ত স্কুলে একটি হোস্টেল নির্মাণ করা হয়েছে। উক্ত হোস্টেলটি উদ্বোধন করেন বান্দরবান সেনানিবাসের মাননীয় বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক।
তাছাড়া উক্ত প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আলীকদম সেনা জোন নিরলস পরিশ্রম, মেধা ও অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছে। বর্তমান জোন কমন্ডার স্যার বলেন, এটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানে আমি জোন থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো এবং সকল শিক্ষক ও কর্মচারীকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।
এই সময় উপস্থিত ছিলেন স্কুল সমন্বয়কারী অফিসার ক্যাপ্টেন নুরুজ্জামান আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন ও সিনিয়র শিক্ষক, সাংবাদিক, এস.এফ.এম মোস্তাঈন বিল্লাহ।
স্যারকে স্কুলের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং স্কুল পর্যবেক্ষণ আসবে বলে মন্তব্য করেন।