আগামীকাল ২৬ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবে আন্তজার্তিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ স্থাপনের যৌক্তিকতা শীর্ষক সংবাদ সম্মেলন
প্রেস বিজ্ঞপ্তি:চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ধ্বংসপ্রাপ্ত বিদ্যাপীঠ পণ্ডিত বিহারের ঐতিহ্যকে কালোত্তীর্ণ করার জন্য ২০১১ সালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় (আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা একযুগ অতিক্রান্ত হলেও অদ্যাবদি আলোর মুখ দেখেনি।
আগামী ২৮ অক্টোবর’২৩,তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ারাতে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং তিনি চট্টগ্রামে সরকার কর্তৃক উন্নয়নমুখী নানান ধরণের অবকাঠামো উদ্বোধন করবেন।
মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনের প্রাক্কালে তার প্রতিশ্রুত ও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবিত ‘আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা গণমাধ্যমে তুলে ধরে মাধ্যমে তার দৃষ্টিগোচরের লক্ষ্যে আগামী ২৬ অক্টোবর’২৩, রোজ বৃহঃস্পতিবার দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাব এর ২য় তলায় অবস্থিত এস. রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে জাতির সূর্যসন্তান বীরমুক্তিযোদ্ধা সহ চট্টগ্রামের বরেণ্য শিক্ষাবিদ্, রাজনীতিবি্দ, পেশাজীবি, আইনজীবি, ছাত্র প্রতিনিধি, সংস্কৃতিকর্মী ও উন্নয়ন সংগঠকসহ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উক্ত সাংবাদিক সম্মেলনে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ‘আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিক উদ্যোগ’ এর আহবায়ক ড. জিনবোধি ভিক্ষু ও সদস্য সচিব নাট্যনির্দেশক মোস্তফা কামাল যাত্রা।