অসুস্থ বৃদ্ধ মায়ের রক্ত দিয়ে জীবন বাঁচাতে সাহায্য করলেন মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা।।
সিটিজিট্রিবিউনঃ
আজ সকালে তখন অনেকেরই ঘুম ভাঙ্গেনী। তার মধ্যে হঠাৎ বেজে উঠলো মোবাইল ফোন। তার মধ্যে খবর এল এক অসুস্থ মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ডায়মন্ডহারবার হাসপাতালে। এমনই দরকার তার, O, পজিটিভ রক্তের। এই রক্ত সহজেই পাওয়া যায় না। বহু খোঁজ খবর নেওয়ার পর জানা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লার ব্লাড গ্রুপ ও পজিটিভ।
তখন তাকে খুব সকলেই অসুস্থ মায়ের জীবন বাঁচাতে তার বহু পুরানো দিনের বন্ধু লাল্টু মামার মাধ্যমে রক্ত দেবার জন্য জানানো হয়। এবং যদি রক্ত না পাওয়া যায় তাহলে তার মায়ের বাচানো যাবে না। সাথে সাথে সব কর্মসূচি ত্যাগ করে অসুস্থ বৃদ্ধ মায়ের জীবন বাঁচাতে চুটে গেলেন ডায়মন্ডহারবার মহাকুমা হাসপাতালে ও নিজের রক্তের বিনিময়ে বাঁচালেন বৃদ্ধ মায়ের।এমন নজীর কিন্তু মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের মধ্যে নেই বললেই চলে। তবে রক্ত দেবার পর সেই বৃদ্ধ মা অনেটা চাঙ্গা হয়েছে। যখন
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের মধ্যে কাটমানি খাওয়া ও দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ স্হানীয় বিধায়ক ও দুই জেলা পরিষদ সদস্যদের বিরুদ্ধে এবং মগরাহাট পশ্চিমের বহু অঞ্চল প্রধানের বিরোধী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের টাকা থেকে কাটমানি খাওয়ার, ঠিক তখনই মগরাহাট
পশ্চিমের তৃনমূল দলের যুব সভাপতি ইমরান মোল্লার অসুস্থ মায়ের জীবন বাঁচাতে নিজের রক্ত দেবার ঘটনা বিরলতম হয়ে থাকবে মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের ইতিহাসে।।