সিটিজি ট্রিবিউন ডটকম ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির অভিষেক রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী সিটিজিট্রিবিউনের নির্বাহী সম্পাদক আয়াজ আহমেদ সানি’র মায়ের মৃত্যু অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন : সাংবাদিক আয়াজ আহমদ সানি অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করেছে নির্বাচন কমিশন বান্দরবান জার্নালিস্ট এসোসিয়েশনের আত্ন-প্রকাশ আগামীকাল চট্টগ্রাম প্রেসক্লাবে আন্তজার্তিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ স্থাপনের যৌক্তিকতা শীর্ষক সংবাদ সম্মেলন ঢাকার বাড্ডায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক সেলফ বিতরণ মা হওয়ার ইচ্ছা ছিল অঙ্কিতার, ‘বিগ বস’-এ ভিকির সঙ্গে অশান্তির পরে কি ভেস্তে যাবে সব? দূর্গাপূজা উপলক্ষে র‍্যাবের রোবাস্ট পেট্রোলিং ও চেকপোস্ট
রাজনীতির সকল সংবাদ ::

অভিনেতা আবেদের মুন্সি চরিত্রে মুন্সিয়ানা!

  • Ashiq Arfin
  • আপডেট সময় : ০৬:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ৬৫২ বার পড়া হয়েছে

অভিনেতা আবেদের মুন্সি চরিত্রে মুন্সিয়ানা!

আশিক আরেফিন, স্পেশাল করেসপন্ডেন্ট:বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত মুখ ও ছোট পর্দার পরিচিত অভিনেতা ইফরাদ আবেদ। প্রায় এক দশকের ক্যারিয়ারে ছোট ছোট বৈচিত্র্যময় চরিত্র ও ভিন্নস্বাদের গল্পের নাটকে হাজির হয়ে দর্শকের মন ছুঁয়ে যেতে চেষ্টা করেছেন বারবার।তবে নিজেকে তিনি তৈরি করতে ব্যস্ত থাকতেন এবং অধীর আগ্রহ ছিল নিজেকে দীর্ঘক্ষণ স্কিনে রেখে নিজের অভিনয় দক্ষতা দর্শকদের মাঝে তুলে ধরার।আর সেই সুযোগটাও তৈরি হয়ে যায় গল্পকার ও নির্মাতা রিয়াদ বিন মাহবুবের হাত ধরে।

চট্টগ্রামের ভাষায় নির্মিত প্রথম পূর্ণদৈঘ্য চলচ্চিত্র “মেইড ইন চিটাগং “এ পার্থ বড়ুয়া,অপর্ণা ঘোষের সাথে মুন্সি চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের সন্তান ইফরাদ আবেদ।যার সংলাপ ও অভিব্যক্তি মন ছুঁয়েছে দর্শকের। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে আবেদের প্রশংসায় নানান লেখা।সিনেমায় মুন্সি চরিত্রে নিজের অভিনয়ের মুন্সিয়ানায় এরই মধ্যে দর্শকদের মাঝে জনপ্রিয়তায় জায়গা করে নিয়েছেন।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে ইফরাদ আবেদ বলেন,
গুনী অভিনেতারদের সাথে নিজের অভিনয়ে খাপ খাইয়ে নিতে পারা চ্যালেঞ্জিং ছিল।তবে চেষ্টা করেছি নিজের স্থান থেকে অভিনয়ের সর্বাত্মকটুকু দেবার।টিমের সবাই খুবই আন্তরিক ছিল।তবে সিনেমাটির স্কির্প্ট রাইটার রিয়াদ বিন মাহবুব যদি এই ক্যারেক্টার এ আমাকে সুযোগ না দিতেন, তাহলে আমার কখনোই এই চরিত্রে অভিনয় করা সম্ভব হতো না।আর আমারও মুন্সি চরিত্র হয়ে উঠা হতো না।পরিচালক ইমরাউল রাফাত ভাই ও সহকারী পরিচালক হিমেল হক ভাই সহ পুরো টিমের আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের ফলে আমি হয়তো চেষ্টা করেছি মাত্র।

আবেদ আরো বলেন,আরেকজনের কথা বিশেষ ভাবে না বললেই নয়,তিনি হলেন পার্থ (পার্থ বড়ুয়া) দা।

তিনি যদি আমাকে যথাযথ ভাবে গাইড না করতেন তাহলে আমার এই চরিত্র কি হতো জানি না।উনার মতো একজন গুনী মানুষের সাথে কাজ পারা সৌভাগ্যের ব্যাপার। আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, রিয়াদ বিন মাহবুবের রচনা ও ইমরাউল রাফাতের পরিচালনায় ” মেইড ইন চিটাগং “সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। এছাড়া রয়েছেন চিত্রলেখা গুহ, সাজু খাদেম, মুকিত জাকারিয়া, নাসির উদ্দিন খান,হিন্দোল রায়,রাফিউল কাদের রুবেল,ইফরাদ আবেদ, আবু তাহের সায়মন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের সীতাকুন্ড থানার অস্ত্র মামলায় আসামি গ্রেফতার।

কাউকে ব্ল্যাকমেইল করে নির্বাচনে আনা হচ্ছে না: ওবায়দুল কাদের

অভিনেতা আবেদের মুন্সি চরিত্রে মুন্সিয়ানা!

আপডেট সময় : ০৬:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

অভিনেতা আবেদের মুন্সি চরিত্রে মুন্সিয়ানা!

আশিক আরেফিন, স্পেশাল করেসপন্ডেন্ট:বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত মুখ ও ছোট পর্দার পরিচিত অভিনেতা ইফরাদ আবেদ। প্রায় এক দশকের ক্যারিয়ারে ছোট ছোট বৈচিত্র্যময় চরিত্র ও ভিন্নস্বাদের গল্পের নাটকে হাজির হয়ে দর্শকের মন ছুঁয়ে যেতে চেষ্টা করেছেন বারবার।তবে নিজেকে তিনি তৈরি করতে ব্যস্ত থাকতেন এবং অধীর আগ্রহ ছিল নিজেকে দীর্ঘক্ষণ স্কিনে রেখে নিজের অভিনয় দক্ষতা দর্শকদের মাঝে তুলে ধরার।আর সেই সুযোগটাও তৈরি হয়ে যায় গল্পকার ও নির্মাতা রিয়াদ বিন মাহবুবের হাত ধরে।

চট্টগ্রামের ভাষায় নির্মিত প্রথম পূর্ণদৈঘ্য চলচ্চিত্র “মেইড ইন চিটাগং “এ পার্থ বড়ুয়া,অপর্ণা ঘোষের সাথে মুন্সি চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের সন্তান ইফরাদ আবেদ।যার সংলাপ ও অভিব্যক্তি মন ছুঁয়েছে দর্শকের। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে আবেদের প্রশংসায় নানান লেখা।সিনেমায় মুন্সি চরিত্রে নিজের অভিনয়ের মুন্সিয়ানায় এরই মধ্যে দর্শকদের মাঝে জনপ্রিয়তায় জায়গা করে নিয়েছেন।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে ইফরাদ আবেদ বলেন,
গুনী অভিনেতারদের সাথে নিজের অভিনয়ে খাপ খাইয়ে নিতে পারা চ্যালেঞ্জিং ছিল।তবে চেষ্টা করেছি নিজের স্থান থেকে অভিনয়ের সর্বাত্মকটুকু দেবার।টিমের সবাই খুবই আন্তরিক ছিল।তবে সিনেমাটির স্কির্প্ট রাইটার রিয়াদ বিন মাহবুব যদি এই ক্যারেক্টার এ আমাকে সুযোগ না দিতেন, তাহলে আমার কখনোই এই চরিত্রে অভিনয় করা সম্ভব হতো না।আর আমারও মুন্সি চরিত্র হয়ে উঠা হতো না।পরিচালক ইমরাউল রাফাত ভাই ও সহকারী পরিচালক হিমেল হক ভাই সহ পুরো টিমের আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের ফলে আমি হয়তো চেষ্টা করেছি মাত্র।

আবেদ আরো বলেন,আরেকজনের কথা বিশেষ ভাবে না বললেই নয়,তিনি হলেন পার্থ (পার্থ বড়ুয়া) দা।

তিনি যদি আমাকে যথাযথ ভাবে গাইড না করতেন তাহলে আমার এই চরিত্র কি হতো জানি না।উনার মতো একজন গুনী মানুষের সাথে কাজ পারা সৌভাগ্যের ব্যাপার। আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, রিয়াদ বিন মাহবুবের রচনা ও ইমরাউল রাফাতের পরিচালনায় ” মেইড ইন চিটাগং “সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। এছাড়া রয়েছেন চিত্রলেখা গুহ, সাজু খাদেম, মুকিত জাকারিয়া, নাসির উদ্দিন খান,হিন্দোল রায়,রাফিউল কাদের রুবেল,ইফরাদ আবেদ, আবু তাহের সায়মন প্রমুখ।