অবরোধের সমর্থনে চান্দগাঁওয়ে এরশাদ উল্লাহ’র নেতৃত্বে ঝটিকা মিছিল
সিটিজি ট্রিবিউন, নিজস্ব প্রতিবেদকঃ
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের দ্বিতীয় দফার অবরোধকে সফল করতে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ’র নেতৃত্বে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
৬ নভেম্বর সকালে চান্দগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে।
এসময় বিক্ষোভ মিছিল থেকে বিএনপি ঘোষিত এক দফা দাবি আদায় ও সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া হয়।
অবরোধে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, বিএনপির মহাসমাবেশে হামলা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পদত্যাগের এক দফা দাবিতে দ্বিতীয় ধাপের অবরোধকে সফল করতে আমাদের এই আন্দোলন। আর আমাদের আন্দোলন কে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সমর্থন দিয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ’র নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক ও থানা বিএনপির নেতা জাফর আহমদ, চট্টগ্রাম মহানগর যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রুবেল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেক, আরিফ, চান্দগাঁও থানা যুবদল নেতা কবির, টিপু, সাইফুল, থানা যুবদলের সদস্য রুবেল, চান্দগাঁও ৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক তৈয়ব, ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল, চান্দগাঁও থানা ছাত্রদলের সদস্য সচিব বাপ্পি, চান্দগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিদান, মামুন, রানা, সাফায়াত ছাত্রদল নেতা রাকিব, আজাদ, শ্রমিক দলের রুবেল, ৬নং ওয়ার্ড কৃষক দলের সদস্য সচিব মানিক সহ অন্যান্য নেতাকর্মীরা।